ল লাইফ রিপোর্ট: হিন্দু –বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাস গুপ্ত করোনা আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার অ্যাডভোকেট রানা দাস গুপ্ত বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
রানা দাস গুপ্ত বলেন, দুই দিন আগে চট্রগ্রামের ইমপেরিয়াল হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসি। গত রাত ১২ টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আমার করোনা পজিটিভ এসেছে। সিন্ধান্ত নিয়েছি আজ থেকে ১৪ দিন চট্রগ্রাম মেডিকেল সেন্টারে আইসোলেশনে থাকবো।