ল লাইফ রিপোর্ট: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার সোয়া ৭ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এতথ্য নিশ্চিত করেন।
করোনার উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেওয়ায় গত ৫ জুলাই রাতে সস্ত্রীক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন আইন সচিব নরেন্দ্র দাস।
হাসপাতালের আইসিইউতে সচিব নরেন্দ্র দাস এবং তার স্ত্রী কেবিনে চিকিৎসা নিচ্ছিলেন। এমতাবস্থায় মঙ্গলবার রাতে মারা যান আইন সচিব। ৭ জুলাই নরেন্দ্র দাস ও তার স্ত্রীর নমুনা পরীক্ষা করা হলে করোনাভাইরাস ‘পজিটিভ’ আসে।
২০১৯ সালের ৩ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব হিসেবে তাকে নিয়োগ দেয় সরকার।