যদি কখনো মনে হয়
ভালোবাসার চিড় ধরেছে
সন্দেহ উঁকি দিচ্ছে
কোথাও কোন ঘাটতি পড়েছে
তখনকার জন্য এখন
তোমাকে বলে রাখছি
আমার ভালোবাসাকে কখনো
প্রশ্নবিদ্ধ করো না
ঝুম বৃষ্টির মত
ভোরের আলোর মত
দুধ-সাদা মেঘের মত
আমার ভালোবাসা সত্য।
হয়তো প্রকাশ অন্যরকম
হয়তো আদিখ্যেতার ঘাটতি
হয়তো অভিনয়ের স্বল্পতা
হয়তো ডিপ্লোম্যাসির অভাব
তাতে আমার ভালোবাসার
প্রকাশ্য প্রবলতা কমলেও
নির্ভেজালতা কখনোই কমেনা।
কখনো হিসাব মিলিও না
যোগ বিয়োগ গুন ভাগ করে
আয়কর রিটার্ন দেওয়া যায়
ভালোবাসার গভীরতা মাপা যায় না
আমি কোন প্রতিযোগী নই যে
প্রতিদিন জিতবে হবে
আমি কোন পরীক্ষার্থী নই যে
পরীক্ষায় পাশ করতে হবে
আমি তোমার প্রেমিক
আমাদের সম্পর্ক আত্মিক
প্রকাশ্য ভালোবাসি আর না বাসি
মনে রেখো অপ্রকাশ্যে
তার চেয়ে অনেক বেশী ভালোবাসি।
লেখক: মো: জিয়াউর রহমান
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাগুরা।