ল লাইফ রিপোর্ট : প্রায় চার মাস পর আগামীকাল থেকে বসছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার আপিল বিভাগে মামলার ভার্চুয়ালি শুনানি হবে।
রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো: বদরুল আলম ভূঞা এ বিষয়ে সার্কুলার জারি করেছেন।
সার্কুলারে বলা হয়েছে, করোনা পরিস্থিতির কারণে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচার কার্যক্রম পরিচালনা করতে প্রধান বিচারপতি অনুমোদন দিয়েছেন।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার সকাল ১০ টা হতে বেলা ১ টা ১৫ মিনিট পর্যন্ত শুনানি গ্রহণ করা হবে।