ল লাইফ রিপোর্টঃ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন করোনা টিকা নিয়েছেন।
রোববার বিকেল ৩ টায় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রধান বিচারপতি করোনার টিকা নেন।
সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান বলেন,প্রধান বিচারপতি বিকেল ৩ টায় সোহরাওয়ার্দী হাসপাতালে করোনার টিকা নিয়েছেন।
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে আজ থেকে সারাদেশে শুরু হয়েছে গণটিকা প্রয়োগ কার্যক্রম।ঢাকাসহ দেশের ১ হাজার পাঁচটি হাসপাতালে একযোগে শুরু হয় এ কার্যক্রম। নিজে টিকা নিয়ে উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম জানান, টিকা নিতে ইতোমধ্যে তিন লাখ ২৮ হাজার জন নিবন্ধন করেছেন।