ল লাইফ রিপোর্ট: সাপ্তাহিক ছুটির দিন হলেও বিচার কাজ পরিচালনা করতে শনিবারে সুপ্রিম কোর্টের ভার্চুয়াল আপিল বিভাগ বসেছে।
শনিবার সকাল ৯ টা থেকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ভার্চুয়াল আপিল বিভাগে গ্রামীণ ফোনের একটি মামলার শুনানি চলছে।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমান বলেন,আজ ছুটির দিনেও সকাল ৯ টা থেকে ভার্চুয়াল আপিল বিভাগে বিচারকাজ শুরু হয়েছে।
জানা গেছে,মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোনের নিয়োগ সংক্রান্ত মামলা শুনানির জন্য ছুটির দিন শনিবারে ভার্চুয়াল আপিল বিভাগ বসেছে।
সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে বলা হয়েছে, প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চে শনিবার একটি সিভিল আপিল শুনানির জন্য রয়েছে।