জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জানিয়েছেন আপীল বিভাগে নবনিয়োগপ্রাপ্ত বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি ওবায়দুল হাসান।
শনিবার (০৫ সেপ্টেম্বর ) বেলা পৌনে ১২ টায় আপীল বিভাগের মাননীয় বিচারপতিরা ৩২ নং ধানমন্ডিস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন।
পরে দুপুর পৌনে ২ টায় তারা সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানান।