ল লাইফ রিপোর্টঃডাচ বাংলা ব্যাংকের দুই কোটি ৫৭ লাখ এক হাজার টাকা আত্মসাতের ঘটনায় তিন আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ডপ্রাপ্তরা হলেন আসাদুজ্জামান আসাদ, মেহেদী হাছান মামুন ও আল আমীন বাবু। মামলার অপর আসামি সায়েমা আক্তারের রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৬ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোতালেব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুরে মতিঝিল থানার মামলায় তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে প্রত্যেক আসামির সাত দিন করে রিমান্ডের আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ডের এ আদেশ দেন।
এর আগে মঙ্গলবার (১৫ জুন) ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিমের একটি দল তাদের গ্রেফতার করে।
এম/এ/হ