ল লাইফ রিপোর্ট: সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানভীর পারভেজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী ইউনিভার্সিটি ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুলা) সভাপতি অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি।
শনিবার এক শোক বার্তায় রুলার সভাপতি অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০ তম ব্যাচের ছাত্র এবং আইন অঙ্গনের প্রিয় মুখ ব্যারিস্টার তানভীর পারভেজ অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত। মহান আল্লাহতালার কাছে দোয়া করি তাকে বেহেশতের শ্রেষ্ঠতম স্থানে অধিষ্ঠিত করুন এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তার আত্মীয়স্বজনকে প্রিয়জন হারানোর শোক সইবার ক্ষমতা দান করুন।আমীন।
শনিবার সকালে করোনায় মারা যান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানভীর পারভেজ(৪৭)।
রাজধানীর বাড্ডার এম জেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সিলেটের সন্তান ব্যারিস্টার তানভীর পারভেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০ তম ব্যাচের ছাত্র ছিলেন। পরে তিনি ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পাশ করেন।
তানভীর পারভেজ সুপ্রিম কোর্টে আইনপেশার পাশাপাশি ভূঁইয়া একাডেমীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আইন বিষয়ে শিক্ষকতার করতেন। তার স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে।