নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আইনজীবী ও রুলার সদস্য অ্যাডভোকেট আবু জাফর মানিক ও তার স্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন। তার স্ত্রী পুলিশ লাইন হাসপাতালে চাকরি করেন।
বৃহস্পতিবার বিকেলে রুলার প্রেসিডেন্ট অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি রাইজিংবিডিকে বলেন,আজ পরীক্ষা করে আবু জাফর মানিক ও তার স্ত্রীর রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। বর্তমানে তারা রাজধানীর রাজারবাগের পুলিশ লাইন সংলগ্ন বাসায় অবস্থান করছেন। তাদের জ্বর ও শরীরে ব্যাথা রয়েছে।
অ্যাডভোকেট আবু জাফর মানিক ও তার স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন রুলার প্রেসিডেন্ট নাহিদ সুলতানা যুথি।