ল লাইফ রিপোর্ট: অসদাচরণ করায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুইজন কর্মচারীর (এমএলএসএস) চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড কমিয়ে দুইটি বার্ষিক বেতন বাড়ানোর সিদ্ধান্ত স্থগিতের মাধ্যমে লঘুদণ্ড দেওয়া হয়েছে। এই দুই কর্মচারী হলেন- মো. কামাল হোসেন এবং সুমন সিংহ।
বুধবার (২৪ মার্চ) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভাগীয় মামলায় এমএলএসএস মো. কামাল হোসেন এবং সুমন সিংহের বিরুদ্ধে করা তদন্তে অসদাচারণের অভিযোগ প্রমাণিত হয়। পরে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়। তবে হাইকোর্ট বিভাগের ওই দুই কর্মকর্তা প্রশাসনের বহিষ্কারাদেশের বিরুদ্ধে আপিল করেন। ওই আপিলের শুনানি নিয়ে তাদের লঘুদণ্ড দেওয়ার আদেশ দেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।
পরে ওই দুই কর্মচারীকে দেওয়া লঘুদণ্ডের আদেশ গ্রহণ করে তাদের চাকরিতে পুনর্বহাল করা হয় এবং ভবিষ্যতের জন্য কঠোরভাবে সতর্ক করা হয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।