ল লাইফ রিপোর্টঃ ফরিদপুরের জমিদার ঈশান চন্দ্র সরকারের অর্পিত সম্পত্তির বিষয়ে দুদক কেন তদন্ত করবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে এ বিষয়ে তদন্তের অগ্রগতি আদালতকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া রুল নিষ্পত্তির আগে পর্যন্ত এসব সম্পত্তির ওপর স্থিতাবস্থা জারি করেছেন আদালত।
এ বিষয়ে আগামী ১৯ এপ্রিল পরবর্তী আদেশের জন্য কার্যতালিকায় আসবে বলেও জানান আইনজীবীরা।
পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে শহীদুল ইসলাম মঞ্জুর করা রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আজ রিটকারীর পক্ষে শুনানিতে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির। দুদকের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. সাজ্জাদ হোসেন।