ল লাইফ রিপোর্টঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) খুলনা কার্যালয়ের উপ-পরিচালক নাজমুল হাসানসহ চারজনকে তলব করেছেন হাইকোর্ট। অন্য তিনজন হলেন- জেলা পরিষদের চিফ এক্সিকিউটিভ, চিফ অ্যাডমিনিস্ট্রিটিভ ও সেক্রেটারি।
আগামী ১৪ ফেব্রুয়ারি (রোববার) তাদেরকে হাজির হয়ে রাজস্ব আদায় করে সরকারি কোষাগারে জমা না দেওয়ার ঘটনায় অর্থ আত্মসাতের মামলায় সাতক্ষীরা জেলা পরিষদের ঊর্ধ্বতনদের বাদ দিয়ে অধস্তনদের আসামি করার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) এই মামলায় দুই আসামির জামিন শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
সাতক্ষীরা জেলা পরিষদের আওতাধীন ২২টি খেয়াঘাটের রাজস্ব আদায় করে তা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগে ১২ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এই মামলার জামিন শুনানিতে ঊর্ধ্বতনদের বাদ দিয়ে অধস্তনদের আসামি করা নিয়ে প্রশ্ন ওঠায় তাদেরকে তলব করলেন হাইকোর্ট।