ল লাইফ রিপোর্ট:সিমেন্ট বালু ক্রয় করে টাকা পরিশোধ না করার ঘটনায় দায়ের করা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে কেন জামিন দেওয়া হবে না, এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (১৪ জুন) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে সাহেদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও অ্যাডভোকেট বদরুন নাহার। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ। তাকে সহযোগিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান খান ও মোহাম্মদ সাফায়েত জামিল।
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে অনেকগুলো মামলা বিচারাধীন রয়েছে। ২০২০ সালে মুনা ট্রেডার্সের মালিক জয়নাল আবেদীন সিমেন্ট বালু ক্রয় করে টাকা পরিশোধ না করার ঘটনায় দায়ের করা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।