ল লাইফ রিপোর্ট: ফারমার্স ব্যাংক লিমিটেডের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতীর স্ত্রী রোজী চিশতীর জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা।
গত ৫ জানুয়ারি রোজী চিশতী মহানগর সিনিয়র স্পেশাল জজ কোর্ট থেকে জামিন পান। সেই জামিনাদেশের বিরুদ্ধে দুদক গত ১৮ ফেব্রুয়ারি হাইকোর্টে জামিন বাতিলের জন্য রিভিশন আবেদন করে।
এজাহার অনুযায়ী, দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৫ কোটি ৮৫ লাখ ৬২ হাজার ৪৪২ টাকার সম্পদ গোপন এবং বকশীগঞ্জ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের কাছে ভূমি অগ্রিম ও ফরেন লোন বাবদ অগ্রিম হিসেবে ৪ কোটি ৩০ লাখ ১৬ হাজার ৭৪৯ টাকা মিথ্যা ও ভিত্তিহীন দায় ঘোষণা দেওয়ার অপরাধসহ ৩৭ কোটি ৩৮ লাখ ৩ হাজার ২৫৬ টাকা মূল্যের সম্পদ অর্জন করে তা হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করার অপরাধে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়সাল গত ১৫ ডিসেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১, মামলা নং-১১ দায়ের করেন। মামলায় রোজী চিশতী ও মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীকে আসামি করা হয়।