ল লাইফ রিপোর্ট: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু করোনা আক্রান্ত হয়ে সিএমএইচ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার তার ব্যক্তিগত সহকারি অ্যাডভোকে মোঃ মহিন জানান,গত ১৫ মার্চ আব্দুল মতিন খসরু স্যার সংসদ সচিবালয়ে করোনা টেস্ট করতে দেন। ১৬ মার্চ সকালে জানানো হয় স্যারের করোনা পজিটিভ। ওই দিনই মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে স্যারকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়।গত রোববার রাত ১২ টার দিকে স্যারকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
অ্যাডভোকেট মো: মহিন আরো জানান, ‘অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু স্যারের শরীরের অবস্থা ভাল আছে। অক্সিজেনের লেভেল ঠিক আছে। তবে শরীরে সোডিয়ামের মাত্রা একটু কমে গেছে।’
এদিকে আব্দুল মতিন খসরুর শারিরিক সুস্থতায় দোয়া চেয়েছেন তার শুভাংকাখী আইনজীবীরা
সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু গত ১৩ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন।