ল লাইফ রিপোর্ট: সারাদেশের সব অধস্তন ভার্চুয়াল আদালত ২০ কার্য দিবসে ৩৩১৫৫ আসামির জামিন মঞ্জুর করেছেন।
শুক্রবার সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সারাদেশে ভার্চুয়াল আদালতের কার্যক্র শুরুর দিন থেকে থেকে ১১ জুন পর্যন্ত মোট ২০ কার্য দিবসে ৬০৩৮৯ টি জামিন আবেদনের শুনানি করে ৩৩১৫৫ আসামির জামিন দিয়েছেন ভার্চুয়াল আদালত। এ দিকে ২০ কার্য দিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে ৪৮৯ জন শিশু জামিন প্রাপ্ত হয়েছেন। এর মধ্যে ইতিমধ্যেই ৪৬০ জন শিশুকে অভিভাবকের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানান সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।গত ১০ মে নিম্ন আদালতের ভার্চ্যুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট প্রশাসন। এরপর থেকে নিম্ন আদালতে ভার্চ্যুয়াল কোর্টে জামিন শুনানি শুরু হয়।