( করোনা সংগীত-৬)
ফিরে এসো ধরনী তুমি আগের মত করে
মাতৃকোলে নিশ্চিন্ত শিশু যেভাবে ঘুম পারে
পরম নির্ভরতায় কাঁধে রাখা পিতার হাত
বটের ছায়ার ন্যায় কৃষকের তপ্ত চৈত্রের মাঠ।
কারখানায় ঢোকা শ্রমিকের লম্বা লাইন হয়ে
কৃষানীর রাঙ্গাভোর ও সাজেঁর ব্যাস্ততা নিয়ে
ডেড়ায় ধাবমান গরুর পালের গোধূলী বেলা
কচি গমের শীষে ডেউ লাগা বাতাশের খেলা।
রাজপথে জানজটে অনড় সারি সারি গাড়ী
পচন্ড গরমে হকারের চিৎকার কান হোক ভারী
প্রকম্পিত করে স্লোগান লাখো জনতার মিছিলে
চা শ্রমিকের ঝাপা ঝুলানো পট সবুজ আঁচলে।
ফিরে এসো প্রিয়ার কোমল হাতের স্পর্শতায়
প্রথম প্রেম অভিসারের ব্যাকুল আকুলতায়
বেহিসাবী আড্ডায় গরম কফির ধূম্র মাদকতায়
পাড়ার মোড়ের দোকানে,ক্যাম্পাসে, রেঁস্তোরায় ।
ষ্টীমার লঞ্চের ভো ভো শব্দ নৌকা পাল তোলা
ট্রেনের পচন্ড ভিড় শয়ে বাড়ী ফেরা সুখ মালা।
চরকী, পুতুল, ফিতা কেনা পৌষ মেলার আনন্দে
স্কুলের শেষ ঘন্টার সাথে ছাত্র/ছাত্রীর ভৈাঁ দৌড়ে
ফিরে এসো নিয়ে বিশাল আকাশের নীল দিগন্ত
ভোরের স্নীগ্ধাতায় নির্মল অনল পরশ অফুরন্ত
মানবজাতির অভিশপ্ত করোনা-১৯ কর বিলীন
ফিরে এসো ধরনী আগের মত অক্ষয় ,অমিল।
মুহাম্মদ সামছুল ইসলাম
চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট
চাঁদপুর।