ঝুম বৃষ্টি যখন নামে,
পুরো আকাশ ভরিয়া দেয়
জল রঙের এক খামে।
তখন বৃষ্টি মগন ধ্যানে
বারান্দায় ছোট্ট টেবিল টেনে,
বৃষ্টির ঝাটটায় ভিজিয়ে নিই মন।
মুখোমুখি দু’টি চেয়ারে,
বসে থাকি চুপিসারে
নীরব মনে চলে আলাপন।
ধোঁয়া ওঠা চায়ের কাপে,
ঠান্ডা জমে ধাপে ধাপে
বন্ধ নয়ন, মুগ্ধ এ শ্রবণ।
ভাবি তুমি আছো ছুঁয়ে,
বৃষ্টির মতো নুয়ে
আকাশ – মাটির অদৃশ্য মিলন।
জান্নাতুল ফেরদৌস আলেয়া
বিচারক (জেলা জজ)
মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল
চট্টগ্রাম