ল লাইফ রিপোর্টঃ রাজধানীর পল্টন এলাকায় এক হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার কারবারি ব্যবসায়ী কছির উদ্দিনকে (২৩) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৯ জুন) তাকে ঢাকা সিএমএম কোর্টে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।
অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মঙ্গলবার সন্ধ্যায় পল্টন থানার আনন্দ ভবন কমিউনিটি সেন্টার এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ইয়াবাসহ কছির উদ্দিনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পল্টন থানায় তার বিরুদ্ধে একটি মামলা হয়।