দেবদাস চন্দ্র অধিকারীকে সভাপতি এবং মাজহারুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫ম বিজেএস ফোরামের কমিটি করা হয়েছে।
ভার্চুয়াল সভার মাধ্যে ৫ম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যোগদান করা বিচারকদের এই সংগঠনের প্রথমবারের মত কমিটি করা হয়। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার দায়িত্ব দেয়া হয় নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে। সভাপতি দেবদাস চন্দ্র অধিকারি ঢাকা সিএমএম আদালতে মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন। আর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম চাপাইনবাবগঞ্জ জেলা জজ আদালতে সিনিয়র সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
৫ম বিজেএস ফোরামের সদস্যরা ৫ম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা ২০১০ এর মাধ্যমে ২০১২ সালে বিচার বিভাগে যোগ দেন।