ল লাইফ রিপোর্ট: আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী বলেছেন,আলোচনার মাধ্যমে বিরোধ নিস্পত্তিতে মেডিয়েশন আন্তর্জাতিক ভাবে স্বীকৃত পদ্ধতি। তিনি বলেন, আরবিট্রেশন এবং মেডিয়েশনের মধ্যে আরবিট্রেশন দ্রুত বিরোধ মিমাংসা বা মামলা নিস্পত্তি করতে ব্যর্থ হয়েছে। কারণ আরবিট্রেশন করতে গিয়ে দেখেছি ১০ বা ১৫ বছর পরে আবার নতুন করে আরবিট্রেটর নিয়োগ দিতে হয়েছে। বর্তমানে একমাত্র মেডিয়েশনই বিচার ব্যবস্থা উন্নত করতে পারে,মামলাজট কমাতে পারে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির উদ্যোগে প্রথম ধাপে জেলা জজ পদ মর্যাদার ২৫ জন বিচারককে নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় বিচারপতি মোহাম্মদ ইমান আলী এসব কথা বলেন।
দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উদ্ধোধনী বক্তব্য রাখেন আইন,বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু এমপি।
প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির চেয়ারম্যান অ্যাডভোকেট এস এন গোস্বামী মেডিয়েশনের উৎস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন,মেডিয়েশন সম্পর্কে,মেডিয়েশনের উৎস সম্পর্কে ধারণা লাভ করতে পারলেই আমরা বিচারাঙ্গন আলোকিত করতে সক্ষম হবো।
প্রশিক্ষক হিসেবে আরো বক্তব্য রাখেন অ্যাক্রিডিটেড মেডিয়েটর তনুশ্রী রায়,প্রিয়াংকা চক্রবর্তী বক্তব্য রাখেন।
যুগ্ন জেলা জজ এফ এম আহসানুল হকের পরিচালনায় রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো: শাহেনুর কর্মশালায় সমাপনী বক্তব্য রাখেন।