ল লাইফ রিপোর্টঃ আইন, আদালত ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সাবেক সাংগঠনিক সম্পাদক ও সময় টিভির সিনিয়র রিপোর্টার আফজাল হোসেনের বিরুদ্ধে চট্টগ্রাম ও নোয়াখালীতে ডিজিটাল নিরাপত্তা আইন ও মানহানির অভিযোগে হওয়া দুটি ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
শনিবার (২৯ মে) এলআরএফের সভাপতি মাশহুদুল হক ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা বলেন, দুর্নীতির মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আফজাল হোসেন প্রতিবেদন তৈরি করেছেন। এখানে তার ব্যক্তিগত কোনো বক্তব্য প্রচারিত হয়নি৷ এমন একটি প্রতিবেদন নিয়ে এভাবে হয়রানিমূলকভাবে একের পর এক মামলা করা উদ্বেগজনক৷ এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের নীতির চূড়ান্ত অবমাননা।
নেতৃদ্বয় আরও বলেন, আফজাল হোসেন সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সাংবাদিকতা করছেন৷ অনেক দুর্নীতি ও অনিয়ম জাতির সামনে তুলে এনেছেন। তার প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্ট বিভাগ থেকে অনেক আদেশও বিভিন্ন সময় এসেছে। এমন একজন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি৷
উল্লেখ্য, আদালতের একজন কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির প্রতিবেদন করায় ডিজিটাল নিরাপত্তা আইন ও মানহানির অভিযোগে সাংবাদিক আফজাল হোসেনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। নোয়াখালী আদালতের নাজির আলমগীর হোসেন গত ১১ মে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। তার আগে ৫ মে নোয়াখালীর প্রথম যুগ্ম জেলা জজ আদালতে একই ব্যক্তি ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলা করেন। আফজাল হোসেনসহ সময় টিভির তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দুটি করা হয়।